শত্রুর শত্রু নাকি সবসময় ভালোবন্ধু হয়, জীবন কিংবা ক্রিকেট; এই সত্য ধ্রুব, নইলে ক্রিকেটীয় চিরশত্রু অস্ট্রেলিয়া কেন ইংল্যান্ডকে সমর্থন করবে ! এটুকু পড়েই আপনার চোখ কপালে উঠলো? চোখ দু’খানা নামিয়ে ফেলুন। যা পড়েছেন, ঠিক। বলেছেন, অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডস।
ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে নামবে ইংল্যান্ড, মার্চের ৪ তারিখ। ম্যাচটা যদি কোনভাবে ইংলিশরা জিতে যায়, তাহলেই অজিদের পোয়াবারো। ভারতকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া আর এই কারণেই, চিরশত্রু হয়েও ভারতের বিপক্ষে ইংল্যান্ডকে সাপোর্ট করবে অস্ট্রেলিয়া।
অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডস বলেছেন, “অনেকদিন, অনেক বছর পর ইংল্যান্ডকে সাপোর্ট করবে অস্ট্রেলিয়া। বোঝেনই তো, আমাদের স্বার্থও রয়েছে। আশা করবো ইংলিশরা যেন ম্যাচটা জেতে”
তৃতীয় টেস্ট আহমেদাবাদে দুই দিনে শেষ হয়েছে, ভারত জিতেছিলো ১০ উইকেটে। উইকেট নিয়ে সমালোচনাও হয়েছিলো ঢের। অস্ট্রেলিয়ান ওস্তাদ মনে করেন, চতুর্থ টেস্টের উইকেট ঠিক থাকলে, ইংল্যান্ড অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ভারতের বিপক্ষে ম্যাচ জেতার মতো অবস্থায় থাকবে।
“কোন সন্দেহ নেই কাজটা (টেস্ট ম্যাচ) কঠিন হবে। এমন উইকেটেই খেলা হলো যেখানে স্পিন বোলারদের জন্যই সবকিছু। ভারতের শক্তির জায়গাও ওই স্পিন কারণ তারা ভাল স্পিন করে এবং খেলে। ম্যাকডোনাল্ডস এই কথার সাথে আবারও মনে করিয়ে দিয়েছেন, অজিদের স্বার্থেই ইংলিশদের দিকে চেয়ে থাকবে অস্ট্রেলিয়া। কারণ ভারত হারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে অজিরা।
“আমরা আশা করি ইংল্যান্ড পারবে। কারণ ব্যাপারটা আর আমাদের হাতে নেই। তারপরও খেলাটার দিকে নজর রাখবেো, নিজেদের স্বার্থেই”