বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এখন থেকে কোনো ক্রিকেট কার্যক্রম পরিচালনা করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী। কারণ হিসেবে দেখিয়েছেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার মনোভাব। বিসিবির নির্ধারিত প্রোগ্রাম করতে বাধাঁ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
“অন্যান্য ভেন্যু গুলো আমরা কোনো বাধা ছাড়া ব্যবহার করতে পারি। কিন্তু এই ভেন্যুটা ব্যবহার করার ক্ষেত্রে বাধা আসে। স্থানীয়ভাবে প্রোগ্রাম দিয়ে দেওয়া হয় যেগুলোর কারণে বিসিবির নির্ধারিত প্রোগ্রাম করতে অসুবিধা হয়। আর যেহুতু স্থানীয়ভাবে ভেন্যুটা ব্যবহারে আমাদের অসুবিধা হচ্ছে, সে কারণে এই ভেন্যুতে আমাদের প্রয়োজনীয় লোকবল, রক্ষণাবেক্ষণের জন্য যে প্রোগ্রামের খরচ সব কিছু বন্ধ করে দিচ্ছি”– সাংবাদিকদের বিসিবি সিইও
মৃত্যুঞ্জয়-আকবরদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পেছনে বড় অবদান রেখেছিল এই স্টেডিয়াম। বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকা যাওয়ার আগে এখানেই করেছিলেন অনুশীলন। বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্প, এমনকি প্রতি মৌসুমেই সেখানে আয়োজন করা হত এনসিএল-বিসিএলের মতো টুর্নামেন্ট। ২০০৬ সালের পর থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট, ক্যাম্প আয়োজন, স্টেডিয়ামের সকল রক্ষণাবেক্ষণের খরচ বহন করে আসছিল বিসিবি।