১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

শাকিল-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এক উইকেট নিয়েই খুশি থাকতে হয়েছে বাংলাদেশকে। এই সেশনে সেঞ্চুরি করেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। জোড়া সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড়ের দিকে এগুচ্ছে স্বাগতিক পাকিস্তান। দিনের দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৯৮ ওভারে ৫ উইকেটে ৩৬৭ রান।

এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রান তুলেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের প্রথম সেশন ২৯ ওভারে ৯৮ রান করেছে শান মাসুদের দল। প্রথম দিনে ১৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়ায় সাইম আইয়ুব–সৌদ শাকিলের জুটিতে। চতুর্থ উইকেটে এ দু’জন করেন ৯৮ রান। ৫৬ রান করা সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৭০ ওভারে ২৫৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় রিজওয়ানরা।

দ্বিতীয় সেশনের শুরুতেই ১৪৩ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। দ্বিতীয় সেশনের ৯ম ওভারে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলেছেন সৌদ শাকিলও। ১৯৫ বলে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটার। চতুর্থ উইকেট ২৪০ রানের জুটি গড়ে দলীয় তিনশো রান পার করে পাকিস্তান। ৯৫তম ওভারে দুর্দান্ত এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল, সামনে বাড়িয়ে খেলতে গেলে উইকেট ভাঙেন লিটন দাশ। বেশ কিছুটা সময় নিয়ে আউট দেন টেলিভিশন আম্পায়ার। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে। রিজওয়ান অপরাজিত ১৩৪ রানে। দ্বিতীয় সেশনে পাকিস্তানের সংগ্রহ ২৮ ওভারে ১৩৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img