২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

শান্তর ফিফটির পরেও চেন্নাই টেস্টে পিছিয়ে বাংলাদেশ

- Advertisement -

ভারতীয় বোলারদের খুব একটা সুযোগ দিচ্ছিলেন না দুই টাইগার ওপেনার। তবে এরপরই ঘটে ছন্দপতন, জাসপ্রিত বুমরাহর বলে স্লিপে জয়স্বী জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ফেরেন জাকির। এরপর একে একে আরও তিনটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্ত ফিফটি করে টাইগারদের স্বপ্ন দেখাচ্ছেন। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। ৬০ বলে ৫১ রান করে অপরাজিত আছেন শান্ত, সাকিব আল হাসানের সংগ্রহ অপরাজিত ৫ রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ৩৫৭ রান।

জিততে হলে গড়তে হবে রান তাড়ার বিশ্ব রেকর্ড। তবে তাতেও খুব একটা ঘাবড়ে যায়নি বাংলাদেশ। অন্তত জাকির হাসান ও সাদমান ইসলাম যেভাবে ব্যাটিংয়ের শুরুটা করেছিল তা দেখে তাই মনে হচ্ছিল। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেনি টাইগাররা। ৮৬ রানে ১ উইকেট থেকে ১৪৬ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের উপর খানিকটা চড়াও হয়ে খেলেছেন জাকির। নতুন বলে জাসপ্রিত বুমরাহ-আকাশ দীপদের সুবিধা করতে দেননি তিনি। ভারতীয় বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি। মোহাম্মদ সিরাজের করা এক ওভার থেকেই তো দুই বাউন্ডারির পাশাপাশি টাইগা এ ওপেনার মেরেছেন একটি ছক্কাও। তবে শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি জাকির। বুমরাহর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৪৭ বলে করেছেন ৩৩ রান।

প্রথম ইনিংসের প্রথম ওভারেই বুমরাহর ইনসুং বুঝতে না পেরে আউট হয়েছিলেন সাদমান। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ ভালোভাবেই করেছিলেন সাদমান। তবে জাকিরের মতো তিনিও ফিরেছেন বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে। রবীচন্দ্রন অশ্বিনের বলে আউট হওয়ার আগে ৬৮ বলে ৩৫ রান করেছেন তিনি।

মুমিনুল হক-মুশফিকুর রহিম ইনিংসের শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতা নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন অধিনায়ক শান্ত। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সাকিব।

ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন অশ্বিন। বুমরাহর শিকার ১ উইকেট।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। রোহিত শর্মা ইনিংস ঘোষণার সময় শুবমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img