৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

‘শাবাশ টিজে মোহাম্মদ’; ‘বোলিং স্যাক…’

- Advertisement -

প্রথম সেশন শেষ, পাকিস্তানের দুই ওপেনার প্যাভিলিয়নে। দুজনকেই ফিরিয়েছেন তাইজুল ইসলাম। কিন্তু, এখানে কৃতিত্বটা কি শুধুমাত্র তাইজুলেরই? টেস্ট খেলা যে একজনের খেলা না, খেলতে হয় জুটি গড়ে। সেটা ব্যাটিংয়ে হোক কিংবা বোলিংয়ে। আর সেই জুটিটা কেমন হওয়া উচিত, মিরপুরে সেটাই যেনো তাইজুলকে নিয়ে দেখিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান।

লাঞ্চের আগে সাকিব টানা চার ওভার করেছেন মেইডেন, তার আগে একপ্রান্ত দিয়ে খেলেছেন ব্যাটসম্যানের মাইন্ড নিয়ে। আর তারই ফলস্বরুপ তাইজুলের নামের পাশে দুই উইকেট। ম্যাচের আগের দিনই শাহীন শাহ আফ্রিদি বলেছিলেন সাফল্যের রহস্যটা ঐ জুটি গড়ে বোলিং করাতেই, আজ সেটাই করে দেখাচ্ছেন দুই বাহাতি স্পিনার।

সাকিব বল করলে ফিল্ডাররা ‘বোলিং, সাকিব; গুড গোয়িং স্যাক’ বলে তো আওয়াজ দেনই। কিন্তু, আজকে উইকেটের পেছন থেকে তাইজুলের দুর্দান্ত বোলিং দেখে আওয়াজ ভেসে আসলো, ‘সাবাশ, টিজে মোহাম্মদ!’ তাইজুল-সাকিবে যে ফুরফুরে মেজাজে আছে ফিল্ডাররাও, দলেও ফিরেছে স্বস্তি সেটা তো চোখেমুখেই স্পষ্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img