মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলায় বৃহস্পতিবার দিনের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। রিয়াদদের বিপক্ষে সাইফ হাসানদের জয় ৩৬ রানে। অলরাউন্ড নৈপুন্য দেখিয়েছেন শামিম হোসেন পাটোয়ারি।
টসে জিতে ব্যাটিংইয়ের সিদ্ধান্ত নেওয়া প্রাইম দোলেশ্বর শুরুতেই হারায় তাদের ওপেনার ইনফর্ম ইমরানউজ্জামানকে। অপর ওপেনার তওফিক খানও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে রান এসেছে ঠিকই। পাওয়ারপ্লেতে আসে প্রায় ৫০, ১৩ ওভারের সময় দোলেশ্বরের সংগ্রহ একশর কাছাকাছি। মাহমুদুল্লাহ-মুকিদুল্লার বোলিংয়ে দেড়শর গন্ডি পেরোনো হয়নি তাদের।
দোলেশ্বরের সর্বোচ্চ রান এসেছে ফজলে মাহমুদ রাব্বির ব্যাট থেকে, ৩১ বলে ১২৫ স্ট্রাইক রেটে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের উইলো থেকে আসে ৩৯ রান। সাইফ হাসান খেলেন ৩৭ রানের ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুকিদুল ইসলাম নেন সমান দুইটি করে উইকেট। ৬ উইকেট হারিয়ে দোলেশ্বরের সংগ্রহ ১৪৪, শেষদিকে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে শামিম হোসেন করেন ২৫ রান।
লক্ষ্য ১৪৫, মাঝারি লক্ষ্য তাড়ায় ৩য় ওভারে ফিরেছেন গাজী ওপেনার শাহাদাত। ২২ রানে প্রথম উইকেট হারানো গাজী গ্রুপ ১৫তম ওভারে নাসুম আহমেদের উইকেট যখন হারিয়েছে, দলের রান তখন ৮ উইকেটে ৬৬। রিয়াদদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন সরিফুল্লাহ, শামিম হোসেন এবং এনামুল জুনিয়র। তিনজনেরই শিকার ২টি করে উইকেট। ইকোনোমিতে সবাইকে ছাড়িয়ে গেছেন রেজাউর রহমান রাজা, ৪ ওভারে তার খরচ মাত্র ১১।
শেষদিকে আরিফুল ইসলামে একশর নিচে অলআউট হওয়া থেকে বেঁচেছে গাজী গ্রুপ। তার ৩৭ রানের অধিকাংশই এসেছে কামরুল রাব্বির বল থেকে। অলরাউন্ড পারফর্ম্যান্সে ম্যাচসেরা শামিম হোসেন পাটোয়ারি।