২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের দায়িত্ব পেলেন আকরাম খান!

- Advertisement -

ক্রিকেট অপারেশন্স কমিটি ছেড়ে দেওয়াটাকে শাপেবর বলতেই পারেন আকরাম খান। একটি পদ ছাড়লেও এখন তিনি পাচ্ছেন দুই দুইটি পদ।

প্রথমটি হচ্ছে ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি। নতুন মাঠ বানানো, নতুন জমি কেনা, সেগুলো রক্ষণাবেক্ষণ বা উন্নয়ন সংক্রান্ত ব্যাপারগুলি নিয়ে এই কমিটি কাজ করে।

এছাড়াও আকরাম নতুন যে পদটি পেতে যাচ্ছেন সেটি বাংলাদেশ ক্রিকেটেই অভিনব। শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটের কোন ধরাবাধা কাঠামো ছিলোনা। আকরাম খানকে দেওয়া হয়েছে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের অবকাঠামো গড়ে তোলার দায়িত্ব।

বিসিবি পরিচালনা পর্ষদের মিটিং শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

“এই উদ্যোগটি আমরা অনেক আগেই নেওয়ার চিন্তা করেছিলাম কিন্তু নেওয়া হয়নি। সেটা হলো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের একটি স্ট্রাকচার নির্মাণ। এই দায়িত্ব এখন দিতে চাই আকরামকে”- বলেছেন পাপন

এই দুই কমিটি ছাড়াও হাই পারফরম্যান্স কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন আকরাম খান।

পারিবারিক ও শারীরিক কারণে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব ছেড়ে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন জালাল ইউনুস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img