১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

শিরোপা দিয়ে অভিষেক রাঙালেন রিয়ালের এমবাপ্পে

- Advertisement -

রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বৃহস্পতিবার অপেক্ষার অবসান ঘটিয়ে রিয়ালে নিজের শুরুটাও উড়ন্তভাবে করলেন ফরাসি অধিনায়ক।

পোল্যান্ডে উয়েফা সুপার কাপে গত মৌসুমে ইউরোপা লিগজয়ী আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠবারের মতো সুপার কাপ জিতেছে রিয়াল। অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন ফেদে ভালভের্দে।

আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেওয়ার পর মাত্র মাত্র এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেন পিএসজির হয়ে রেকর্ড গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। অনুশীলনের জন্য তেমন সময় না পেলেও নতুন মৌসুমে নিজের প্রথম গোল পেয়েছেন ৭০ মিনিটেরও কম সময়ে। ম্যাচের ৬৮তম মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ডান পায়ের শটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন ফরাসি এই তারকা। এর আগে ৫৯ মিনিটে রিয়াল প্রথম গোলটি করেন ফেদে ভালভের্দে।

আগামী রবিবার মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে স্প্যানিশ লা লিগার ২০২৪/২৫ মৌসুম শুরু করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img