পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের টার্গেটে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের পথ হারানোর দায় পড়েছে মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর। ভালো শুরুর পর সেটা ধরে রাখতে না পারাকেই হারের কারণ হিসেবে চিহ্নিত করেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচশেষে এ কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক।
উদ্বোধনী জুটিতে ৩ ওভারের মধ্যেই আসে ২৩ রান। ২৩ রানে লিটন দাশের উইকেট হারানোর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে ৪৩ রানেই টাইগাররা হারায় ৬ উইকেট। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রিয়াদবাহিনী। মিডল অর্ডারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত টাইগারদের ইনিংস থামে ৭৬ রানে।
“আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব”-হারের কারণ সম্পর্কে রিয়াদ
মিডল অর্ডারদের ব্যর্থতায় ম্যাচ হারলেও সাকিব-মুশিদের উপর ভরসা আছে রিয়াদের। ভুলত্রুটি শুধরে পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াতে চান রিয়াদ। সঙ্গে ইতিবাচক দিকগুলো খুঁজে বের করে উন্নতি করতে চান তিনি।
“আমার মনে হয় মিডল অর্ডার ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে”