ডারবান টেস্টের তৃতীয় দিন শেষে ৭৫ রানের লিডে সাউথ আফ্রিকা। তৃতীয় সেশনে বৃষ্টি আর আলোকসল্পতা না হলে লিডটা আরো বাড়তেও পারত। দল বেশ পিছিয়েই আছে, তাই চতুর্থ দিন প্রথম সেশন থেকেই সতর্ক থাকতে চায় বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্সের মতে, দিনের শুরুতেই প্রোটিয়াদের তিন-চারটি উইকেট তুলে নিতে পারলেই আবারো ম্যাচে ফিরবে বাংলাদেশ।
“প্রথম সেশনে ৩-৪টি উইকেট নিতে পারলে আমরা ম্যাচে ফিরতে পারব। আমরা অতি আক্রমণাত্মক খেললে ওরা দ্রুত রান তুলতে চাইবে। ফলে ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়েও যেতে পারে। আমরা এখনো পিছিয়ে আছি, তাই ওদেরকে বেশি রান করতে দেয়া যাবে না”-বলছিলেন সিডন্স
দ্বিতীয় ইনিংসে ঠিক কতো রানের মধ্যে সাউথ আফ্রিকাকে বেঁধে ফেলা যায়, প্রথম ইনিংস শেষে সেই হিসেব-নিকেশই করছেন টাইগার গুরু সিডন্স। তাঁর দল যে বেশ চাপে আছে সে কথা স্বীকার করে তিনি জানান, “আমার মনে হয়, এটা ২৮০-৩০০ রান করার মতো উইকেট, ৩৬০ এর নয়। সেই ৬০ রান পূরণের জন্য আমারদের একটা পথ বের করতে হবে। তাই প্রথম সেশনে আমাদের উইকেট লাগবে।”
তবে প্রত্যাশামাফিক কাজ না হলে এই ম্যাচ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। এমনটা জানিয়েই সিডন্স বলেন, “যদি ওরা প্রথম সেশনে ৮০-৯০ রান তুলে ফেলে তাহলে আমরা একেবারেই ম্যাচ থেকে ছিটকে যাব। তখন আমাদের এই টেস্ট বাঁচাতে আবহাওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে।”