এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি এভারটন এবং টটেনহ্যাম। স্কোরবোর্ডে ৫-৪ গোলের দেখা মিলেছে।
যেহেতু, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই, মনে হতে পারে ম্যাচটা টাইব্রেকারে গড়িয়েছে হয়তো। কিন্তু না, একের পর এক গোল শোধের প্রতিযোগিতায় এগিয়ে থেকে ম্যাচ জয় করেছে এভারটন।
ম্যাচের মাত্র তিন মিনিটেই গোলের সূচনা করে টটেনহ্যাম। ৩৬ মিনিটে সিগারসনের ব্যাকফুট অ্যাসিস্টে গোল পেয়ে যান কালভার্ট লেভিন। প্রথমার্ধে আরো দুই গোল করে (একটি পেনাল্টি) ৩-১ এর লিড নিয়ে বিরতিতে যায় এভারটন। ম্যাচে ফিরে গোল শোধে মরিয়া দ্যা স্পেশাল ওয়ানের দল ৩-৩ গোলের স্কোর তোলে বোর্ডে। গোল পান লামেলা, সানচেজ। পালটা আক্রমণ চলে পরের বিশ মিনিটে। ছেড়ে দেওয়ার পাত্র না এভারটন, আবার গোলের দেখা ৬৭ মিনিটে। এরপর উড়ে আসা বলে হ্যারি কেইনের হেড! ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এবার হবে আসল খেলা, এই সময়ের মধ্যে যারা গোল পাবে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত তাদের। খানিক অফসাইডে গেলেও ৯৬ মিনিটে গোল করে এভারটনের জয় নিশ্চিত করেন ফরোয়ার্ড বার্নার্ড।
এ যাত্রায় থেমে গেলো মরিনহোর এফএ কাপের জার্নি। সময় যে তাদের খুব একটা ভালো যাচ্ছে না, তা জানান দিলো এই ম্যাচ। পাঁচ বছর পর এই কম্পিটিশনের কোয়ার্টারে উঠলো এভারটন।