১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন উড

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মার্ক উড। তার পরিবর্তে ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন জশ হুল। প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন ২০ বছর বয়সী এ পেসার।

লঙ্কানদের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন উঁরুতে চোট পান উড। যার কারণে পরেরদিন বোলিং করতে পারেননি তিনি। স্ক্যান করানোর পর তার ইনজুরির বিষয়টি জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

হুল কাউন্টিতে লেস্টারশায়ারের হয়ে খেলেন। তরুণ এ পেসারকে সম্ভাবনাময় পেসার হিসেবে দেখেন অনেকেই। যদিও তার প্রথম শ্রেনীর ক্রিকেটে রেকর্ড খুব একটা ভালো না। প্রথম শ্রেনীর ক্রিকেটে ৬২.৭৫ গড়ে ১৬টি উইকেট নিয়েছেন হুল।

২০২৩ সালে ওয়ানডে কাপে নজর কাড়েন ২০ বছর বয়সী হুল। ইংল্যান্ড লায়ন্সের হয়ে ইতিমধ্যে তার অভিষেক হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ৭৪ রানে ৫ উইকেট শিকার করেন হুল।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। আগামী ২৯ আগস্ট দ্বিতীয় টেস্টে দিমুথ করুণারত্নে-কুশল মেন্ডিসদের মুখোমুখি হবে তারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img