১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

সব কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন সূর্যকুমার!

- Advertisement -

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচেও দুর্দান্ত ছিলেন সূর্যকুমার যাদব । ৩৬ বলে করেছেন ৬৯ রান। তার ব্যাটেই সিরিজ জয় নিশ্চিত করে ভারত। ম্যাচের আগেও তার খেলা না খেলা নিয়ে দোটানা ছিল। তবে ভারতীয় এই ব্যাটার ইনজেকশন নিয়ে হলেও খেলতে চেয়েছিলেন।

ডেডিকশন আর পারফর্ম্যান্স নিয়ে এখনও ভারতীয় ক্রিকেটে এখন আলোচনার তুঙ্গে যাদব। যেখানে বাড়তি রসদ যোগ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। বর্তমান টি-টোয়েন্টি র‍্যংকিংয়ে তিনে থাকা যাদব একসময় সব কিংবদন্তিদেরও ছাড়িয়ে যাবেন বলে বিশ্বাস সাবেক এই স্পিনারের।

“তার খেলায় আলাদা একটা ব্যাপার আছে। সে যেভাবে ব্যাট করে, খুব দ্রুতই সে মানুষকে ভুলিয়ে দেবে অন্য সব কিংবদন্তি ব্যাটারদের। কোহলি হয়তো অনেক রান করবে এবং বাবর খুব সফল হবে, কিন্তু যাদব সবাইকে পিছনে ফেলে দেবে সূর্যকুমার” – বলেছেন কানেরিয়া

যাদবের ওপর কানেরিয়ার বিশ্বাসের কারণ তার আন্তর্জাতিক পারফর্ম্যান্স। ৩১ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। সাইত্রিশের বেশী গড় আর প্রায় একশো পঁচাত্তর স্ট্রাইক-রেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img