২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সবাই জানে আমি রিয়াল মাদ্রিদকে কতটা ভালোবাসি: রামোস

- Advertisement -

ভাগ্যের কি নির্মম পরিহাস! সার্জিও রামোস কি ভেবেছিলেন এমন দিনও দেখতে হবে এত জলদিই! সান্তিয়াগো বার্নাব্যুতে কাটিয়েছেন এক যুগেরও বেশী সময়, রিয়াল ও রামোস যেন হয়ে উঠেছিলেন একই বৃন্তে দুটি ফুল। সুখের সংসারে হঠাৎ লেগেছে আগুন, সম্পর্কে হয়েছে বিচ্ছেদ। পিএসজি নামক নতুন ঠিকানায় ঘর বেঁধেছেন স্প্যানিশ তারকা, আর এবার ফেলে আসা ঠিকানাতেই ফিরতে যাচ্ছেন প্রতিপক্ষ হয়ে। কেমন লাগছে তার?

“প্রথমে শুনেছিলাম প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেয়েছি। তাদের বিপক্ষে খেলাটা আমি ভীষণ উপভোগ করি। কিন্তু, পরে জানতে পারলাম ড্র বাতিল হয়েছে। রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে না পেলেই ভালো হতো”- বলছিলেন রামোস

কিন্তু, সান্তিয়াগো বার্নাব্যুতে আবার ফিরতে পারবেন ভেবে বেশ উচ্ছ্বসিতও রামোস, সেইসাথে লুকোননি ভালোবাসার কথাও, “সান্তিয়াগোতে আবার ফিরতে পারব ভেবে ভীষণ আনন্দ লাগছে। যখন আমি বিদায় নেই, কোভিডের কারণে ঠিকমতো বিদায় জানাতে পারিনি। তারপরেও বলব, প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে না পেলেই বেশী খুশি হতাম। সবাই জানে আমি রিয়াল মাদ্রিদকে কতটা ভালোবাসি।”

তবে, আবেগকে পেছনে ফেলে লড়াই করার ইঙ্গিত দিয়ে রেখেছেন পিএসজি ডিভেন্ডার, “পরের রাউন্ডে যাওয়ার জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে খেলব। ক্লাবটি আমার ওপর আস্থা রেখেছে, আমিও চাই তাদের আস্থার প্রতিদান দিতে।”

শুধু রামোস নন, পেছনে ফেলে আসা ঠিকানায় ফিরছেন কেয়লর নাভাস, আনহেল ডি মারিয়া, আশরাফ হাকিমিরাও। ভাগ্যের পরিহাস সত্যিই বড় নির্মম!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img