রবিবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। করোনা প্রকোপ এবং ইনজুরির কথা মাথায় রেখে দলের সাথে নেয়া হয়েছে অতিরিক্ত চারজনকে। মূল স্কোয়াডে চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন মহেশ তীকশানা; জায়গা হয়নি আকিলা ধনঞ্জয়া এবং লাহিরু কুমারার। দুজনকেই অতিরিক্ত খেলোয়াড় হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বকাপ দলের সাথে।
Your ?? squad for the ICC Men's #T20WorldCup 2021! ?https://t.co/xQbf0kgr6X pic.twitter.com/8Hoqbx10Vy
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 12, 2021
বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে থাকা শ্রীলঙ্কার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। ১৮ অক্টোবর সন্ধ্যায় নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। ১দিন বিরতি দিয়ে ২০ অক্টোবর লঙ্কানদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড; ২২ অক্টোবরে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব শেষ করবে দাসুন শানাকার দল। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে চুড়ান্ত পর্বে।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে থাকা শ্রীলঙ্কার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। ১৮ অক্টোবর সন্ধ্যায় নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। ১দিন বিরতি দিয়ে ২০ অক্টোবর লঙ্কানদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড; ২২ অক্টোবরে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব শেষ করবে দাসুন শানাকার দল। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে চুড়ান্ত পর্বে।
বিশ্বকাপে শ্রীলঙ্কা দল
দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা কারুনারত্নে, মহেশ তীকশানা, প্রাভিন জয়াবিক্রমা, নুয়ান প্রদীপ, দুশমন্থ চামিরা এবং লাহিরু মাধুশঙ্কা।
অতিরিক্ত খেলোয়াড়: লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া এবং পুলিনা থারাঙ্গা।