সময়টা খুবেকটা ভালো যাচ্ছিল না এনামুল হক বিজয়ের। সাভার থেকে সিলেট, জাতীয় লিগের ছয় ম্যাচে পাননি একটা শতকেরও দেখা; অর্জন বলতে দুইটি অর্ধশতক। অবশেষে রাজশাহীতে গিয়ে পাচ্ছিলেন সেঞ্চুরির সুবাতাস। কিন্তু, মোহাম্মদ আশরাফুলের বলে শর্ট মিড উইকেটে শাহাদাত হোসেন দীপুর তালুবন্দি হয়ে হয়েছে স্বপ্নভঙ্গ। প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ৮৮ রানেই।
৪২ রানেই ৩ উইকেট হারিয়ে দল যখন বিপাকে জাকির হাসানকে নিয়ে তখন গড়েছেন প্রতিরোধ। ঠান্ডা মস্তিষ্কে খেলেছেন, নিয়েছেন নিজেকে এগিয়ে। বিসিএল শুরুর আগেই বলেছিলেন পারফর্ম করে আসতে চান জাতীয় দলে। দুইদিন না পেরোতেই ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু, কাঙ্ক্ষিত সেই শতকটারই দেখা পেলেন না।
এই প্রতিবেদন লিখা অব্দি দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ১৭৩। জাকির হোসেন অপরাজিত আছেন ৪৭* রানে।