টাইগার পেসারদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজ। উপমহাদেশের বাইরে স্পোর্টিং উইকেটে ভালো করাই বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের মূল লক্ষ্য। ১২ মার্চ দেশ ছাড়ার আগেই তাই মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদরা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। প্রোটিয়াদের বিপক্ষে সামর্থ্যের সবটুকু দিয়েই ভালো খেলতে চান তাসকিন। এছাড়াও, নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে পেয়ে তাঁর কাছে নতুন কিছু শিখতে মুখিয়ে আছেন বাংলার এই পেসার।
“ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকায় প্রোপার স্পোর্টিং উইকেট আছে; যেখানে বোলার-ব্যাটসম্যান দুইজনেরই ভালো করার সুযোগ থাকে। সেখানে চ্যালেঞ্জ আরো বেশি কারণ ইভেন বাউন্স থাকে। প্রোপার এরিয়াতে বল না করতে পারলে ব্যাটসম্যানরা রান পেতে থাকে। সুতরাং সুবিধাও আছে, আবার আরো বেশি কাজও করতে হবে”-বলছিলেন তাসকিন
কঠিন কন্ডিশনেও টাইগার পেসাররা ভালো করবে বলেই প্রত্যাশা করেন তাসকিন। ধীরে ধীরে বাংলার পেস ডিপার্টমেন্ট উন্নতি করছে এমনটাই জানিয়ে তিনি বলেন, “শেষ এক-দেড় বছর যাবত আমাদের বোলিং ইউনিট অনেক উন্নতি করেছে, নিয়মিত পারফর্ম করছে। আমরা আমাদের এই ধারাবাহিকতাটা ধরে রেখে সামনে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপেও আরো বেশি কার্যকরী ভূমিকা রাখতে চাই। আমাদের পেস বোলিং ইউনিটে আল্লাহ্র রহমতে বন্ডিংটা খুব ভালো। আশা করছি, রিভার্স সুইং-ডেথ ওভার এগুলোতেও উন্নতি করতে পারব।”
এছাড়াও, সাউথ আফ্রিকা সিরিজের আগেই নতুন পেস বোলিং কোচকে পেয়ে বেশ খুশি ডানহাতি এই পেসার। এ প্রসঙ্গে তিনি জানান, “আমরা অনেক এক্সাইটেড যে উনার মতো কোচের অধীনে খেলতে পারব। দেশি বলুন কিংবা বিদেশি, সব কোচেরই থিওরি প্রায় একই। কিন্তু একেক জনের অভিজ্ঞতা একেক রকম। উনার থেকে যদি কিছু বেশি শেখা যায় সেই চেষ্টাই করব।”