নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় কিংবা সাউথ আফ্রিকায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়-দুই জায়গাতেই বাংলাদেশি পেসাররা দিয়েছে নিজের সামর্থ্যের প্রমাণ। ধীরে ধীরে বাংলার পেস ইউনিট যে বেশ শক্তিশালী হয়ে উঠেছে তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমান-শরীফুল ইসলাম-ইবাদত হোসেনরা প্রতিনিয়ত তারই প্রমাণ দিয়ে যাচ্ছেন। আর তাতেই শিষ্যদের নিয়ে স্বাগতিকদের মাঠে টেস্ট জয়েরও স্বপ্ন দেখতে শুরু করেছেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নতুন ছাত্রদের চেষ্টা এবং একাগ্রতা রীতিমতো অবাক করেছে তাঁকে।
“সাউথ আফ্রিকার মাটিতে তাদের সেরা দলকে হারানোই বলে দেয়, বাংলার পেসারদের মানসিকতা কেমন। নিউজিল্যান্ডের মাটিতেও তারা নিজেদের প্রমাণ করেছে। সাউথ আফ্রিকাকেও তাদের মাটিতে হারানোর যথেষ্ট সম্ভাবনা আছে”-বলছিলেন ডোনাল্ড
গত এক বছর যাবত টাইগার পেসাররা বেশ ধারাবাহিকভাবেই ভালো খেলে আসছে। স্পিননির্ভর দলে পেসারদের এমন সাফল্যে বেশ অবাকই হয়েছেন টাইগারদের এই পেস বোলিং কোচ। এ ব্যাপারে তিনি বলেন, “বাংলাদেশি পেসারদের কাছ থেকে দেখে বেশ অবাকই হয়েছি। ওদের ভালো করার চেষ্টা আমার কাছে ভালো লেগেছে। আর ওরা বেশ মনোযোগ দিয়ে কথাও শোনে। ওরা এখানকার কন্ডিশনের সুবিধাটা ভালোভাবেই কাজে লাগাতে পেরেছে। ওয়ানডেতে যেমন আগ্রাসী মেজাজে বোলিং করেছে, পরিকল্পনাগুলোও ভালোভাবে কাজে লাগিয়েছে।”
আইপিএলের কারণে খেলতে যাওয়ার কারণে সেরা তিন পেসারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্টে মাঠে নামবে প্রোটিয়ারা। ডোনাল্ডের চাওয়া এই সুযোগটাই কাজে লাগাবে তাসকিন-ইবাদত-শরীফুলরা, “রাবাদা-নরকিয়া-এনগিডিকে ছাড়াই প্রোটিয়াদের খেলতে হবে। অবশ্যই এটা ওদের জন্য চ্যালেঞ্জিং হবে। তবে ওদের ব্যাকআপ পেসাররাও ভালো করবে। ওদের পেস আক্রমণের নেতৃত্ব দেবে ডুয়াইন অলিভিয়ে। ডুপাভিলনও হয়তো দলে যোগ দেবে। আমার ধারণা, এই টেস্ট সিরিজে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে।”