১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

সাকিব ইস্যুতে বিসিবির শক্ত অবস্থান

- Advertisement -

মাঠের খেলা থেকে তিনি ছুটিতে তবে বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজ পোর্টালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আলোচনায় সাকিব আল হাসান। বেটিং আইনগতভাবে নিষিদ্ধ; বিসিবির নীতিতেও কোনো বেটিং সাইটের সাথে সম্পর্ক স্থাপনের বৈধতা নেই। সোমবার গণমাধ্যমকে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, সাকিবের সাথে উল্লেখিত ইস্যুতে তাদের কথা হয়েছে।

আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউতো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। এটা নিয়ে একবার তার সাথে যোগাযোগ হয়েছে। এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন– গণমাধ্যমকে জালাল ইউনুস 

বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল হতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন সাকিব আল হাসান। তবে এই ব্যাপারে বোর্ডের অবস্থান কী হবে সেই ব্যাপারে জালাল ইউনুস কিছুই পরিষ্কার করেননি। চুক্তির পরপর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, কোনোভাবেই নীতির বিরুদ্ধে যাবে না ক্রিকেট বোর্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img