সাকিব আল হাসানের নামে হত্যা মামলার পাশাপাশি পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ। সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তবে সাকিব যেহেতু চুক্তিবদ্ধ ক্রিকেটার তাই তাকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এই মুহুর্তে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সেখানে অবস্থান করছেন সাকিব। তার বিরুদ্ধে ওঠা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ হিসেবেই দেখছে বিসিবি। তাই সাকিবকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই বিষয়ে ‘প্রথম আলো’কে দেওয়া সাক্ষাতকারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, “সাকিবের বিপক্ষে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই। ও আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার। প্রয়োজনে আমরা তাকে আইনগত সহায়তা দেব।”
সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। এরপরই গুঞ্জন উঠেছিল, দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন সাকিব। তবে টাইগার অলরাউন্ডার খেলা চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি।
ফারুক বলেন, “সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা আজ তার জবাবেও এটাই বলেছি।”
আগামী ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৪ সেপ্টেম্বর দেশে ফিরে ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে যাবে টাইগাররা।
তবে জানা গেছে, পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরছেন না সাকিব। ভারত সিরিজের আগে কাউন্টির দল সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার। সাকিবকে নাকি কাউন্টিতে খেলতে ছাড়পত্রও দেওয়া হয়েছে।