২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সাকিবের কথাই লিটনের কথা

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব আল হাসান। ম্যাচশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন মিরপুরের উইকেটে চার-ছক্কা নয়, বড় রান করতে হলে সিঙ্গেলস নেওয়ার ক্ষেত্রেই বেশি মনোযোগী হতে হবে। সঙ্গে রানিং বিটুইন দ্য উইকেটেও হতে হবে বেশ পারদর্শী। সোমবার একই কথা শোনা গেছে ওপেনার লিটন দাশের কন্ঠে।

মিরপুরের উইকেটে ব্যাটিং করা কঠিন। অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে নিউজিল্যান্ড সিরিজ, দুদলের ক্রিকেটারদের মুখেই ছিল একই কথা। সেই বলা কথাই মাঠে ফলেছে, স্কোর বোর্ডের দিকে তাকালেই তা স্পষ্ট। শেষ ৮ ম্যাচে এখানে ১৫০ রানের কোটাই কেউ পেরোতে পারেনি। এমন উইকেটে রান করতে তাই সাকিব আল হাসান পরামর্শ দিয়েছিলেন দৌড়ে রান নেওয়ার। সোমবার লিটনও জানালেন মিরপুরে ভালো করতে চাই রানিং বিটুইন দ্য উইকেটে উন্নতি।

“যেহেতু লো-স্কোরিং ম্যাচ হচ্ছে রান করা অত সহজ নয়, বাউন্ডারি মারাও অত সহজ নয়। আমার কাছে মনে হয় এখানে সিঙ্গেলসের দিকে ফোকাস দিতে হবে, রানিং বিটুইন দ্য উইকেটের দিকে মনোযোগী হতে হবে”-মিরপুরের উইকেটে রান করার পদ্ধতি সম্পর্কে লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও ম্যাচ হারায় দায়টা মূলত পড়েছে মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর। তবে ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে না পারায় হারের দায়টা নিজের কাঁধে তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

“আমি আর নাইম শুরুটা ভালো করেছিলাম। আমি যদি ওই জায়গাটায় আরেকটু সেন্সিবল ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম জিনিসটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাইমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজ ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ আসলে পরের বার চেষ্টা করবো ইনিংসটা বড় করার জন্য”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img