জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন টি-টোয়েন্টি। অবসর পরবর্তী ডোয়েইন ব্রাভোর প্রথম বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের বিপিএল।
আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন ডিজে ব্রাভো। যে দলের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। প্রাথমিক অবস্থায় ক্রিস গেইল, মুজিব উর রহমানের সঙ্গে ধানুশকা গুনাথিলাকাকে দলে নিয়েছিল ফরচুন বরিশাল। তবে জানা গেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) থেকে অনাপত্তি পত্র (এনওসি) না পাওয়ায় বিপিএল খেলা হচ্ছে না গুনাথিলাকার। তার বদলি হিসেবেই ব্রাভোকে দলে নিয়েছে বরিশাল।
৩৮ বছর বয়সী ব্রাভো বিপিএলে নিয়মিত মুখ। এর আগে ঢাকা ডাইনামইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো দলের হয়ে খেলেছেন তিনি।