অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট দলের সেরা পেসার জাসপ্রীত বুমরাহ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন। পরে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বিয়ের ছবি দিয়ে সবাইকে জানিয়েছেন জীবনের নতুন ইনিংসের খবর।
ক্রীড়া উপস্থাপক সানজানা গানেশানের সঙ্গে জুটি বাঁধলেন এই ক্রিকেটার। ঘরোয়া পরিসরে আনুষ্ঠানিকতা হয়েছে নব দম্পতির। উপকূলীয় নগরী গোয়ায় দুই পক্ষের ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। যেখানে উপস্থিত হয়েছিলেন মাত্র ২০ জন অতিথি। কোনও সংবাদ মাধ্যমকেও উপস্থিত হতে দেয়া হয়নি। এমনকি অতিথিদের মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা ছিল। সোমবার দুপুর ইনস্টাগ্রাম এবং টুইটারে পোস্ট দিয়ে বুমরাহ লিখেছেন-
ভালোবাসা যদি আপনাকে যোগ্য মনে করে, তাহলে তা আপনার রাস্তা নির্দেশ করে দেয়। ভালোবাসার পথে হেঁটে আমাদের এক সঙ্গে নতুন পথের সূচনা হল……
“Love, if it finds you worthy, directs your course.”
Steered by love, we have begun a new journey together. Today is one of the happiest days of our lives and we feel blessed to be able to share the news of our wedding and our joy with you.
Jasprit & Sanjana pic.twitter.com/EQuRUNa0Xc
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) March 15, 2021
২০১২ সালে ‘ফেমিনা স্টাইল ডিভা’ নামক একটি রিয়ালিটি শো দিয়ে আলোচনায় আসেন বুমরাহর স্ত্রী। জন্ম মহারাষ্ট্রের পুনেতে। আইপিএলসহ ভারতীয় ক্রীড়াঙ্গনের অনেক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছেন ২৮ বছর বয়সী সানজানা।