প্রথম দিনের অনেকটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে, তবে অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ হয়নি। দ্বিতীয় দিনে লাবুশেইনের সাথে স্মিথ, বাকিটা সময় দাপট দেখিয়েছে ভারতীয় বোলাররা। স্মিথ ১৩১ করে কাটা পড়েছেন রান আউটের ফাঁদে, সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকে ফিরেছেন লাবুশেইন, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ৩৩৮ রানে।
ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা, সাথে অসাধারণ থ্রোতে স্মিথকে ফিরিয়েছেন প্যাভিলিয়নে, বাকি ৫ উইকেট ভাগ করে নিয়েছেন সিরাজ, বুমরাহ, সাইনি।
ভারতের হয়ে শুরুটা হয়েছে শুবমান গিল এবং রোহিত শর্মার ব্যাটে। ভারতের হয়ে সাদা পশাকে প্রথমবারের মতো ওপেন করতে নেমেছিলেন রোহিত, ফিরে গেছেন ২৬ করে। গিল পেয়েছেন অর্ধশতকের দেখা। অধিনায়ক রাহানের সাথে উইকেটে আছেন পূজারা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮ (১০৫.৪ ওভার) (স্মিথ ১৩১, লাবুশেইন ৯১; জাদেজা ১৮-৩-৬২-৪, সাইনি ১৩-০-৬৫-২, বুমরাহ ২৫.৪-৭-৬৬-২, সিরাজ ২৫-৮-৬৭-০)।
ভারত ১ম ইনিংস: ৯৬/২ (৪৫ ওভার) (রোহিত ২৬, গিল ৫০, , কামিন্স ১২-৬-১৯-১, হেইজেলউড ১০-৫-২৩-১)।