জাতীয় দলের সাথে সাউথ আফ্রিকায় যাচ্ছেন নাইম শেখ, মোহাম্মদ মিঠুন এবং পেসার রেজাউর রহমান রাজা। তিনজনের কাউকেই অন্তর্ভুক্ত করা হয়নি স্কোয়াডে, প্রত্যেকেই দলের সাথে যাচ্ছেন ব্যাটিং কোচ জেমি সিডন্সের চাওয়ায়।
সাউথ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১২ মার্চ একসাথে দেশ ছাড়বে ওয়ানডে এবং টেস্ট স্কোয়াড। সাউথ আফ্রিকায় পৌঁছেই ওয়ানডে দল প্রথম ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়নে চলে যাবে, টেস্ট দল যাবে গ্যারি কার্সটেনের একাডেমিতে।
মূলত একাডেমি অনুশীলনের জন্যই নিয়ে যাওয়া হচ্ছে নাইম-মিঠুন-রাজাদের। সেখানে দশদিনের অনুশীলন শেষে ওয়ানডে স্কোয়াডে থাকা সদস্যদের সাথে দেশে ফিরবেন নাইম-মিঠুনরা। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ।