২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সিপিএলে সুরক্ষা বলয় ভেঙ্গে নিষিদ্ধ খেলোয়াড়

- Advertisement -

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বায়োবাবল আইন ভঙ্গের কারণে বাকি আসর থেকে বহিস্কার করা হয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের লেগ স্পিনার মিকাইল লুইসকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের আয়োজক কমিটি। লুইস ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন অনুর্ধ্ব-১৯ দলে।

২০২১ সালে সিপিএলে কিছু নিয়ম জারি করেছিল সিপিএলের আয়োজক কমিটি। কেউ যেমন বাবল ভেঙ্গে বের হতে পারবেননা, তেমনি বাইরে থেকে কারোর বাবলে প্রবেশেও করা হয়েছে নিষেধ।

“পুরো টুর্নামেন্ট জুড়েই বায়োবাবলের আইন বজায় থাকবে। বায়োবাবলের বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। বায়োবাবলে থাকা কেউ বাবলের নির্দিষ্ট গন্ডি পেরোতে পারবেনা। যারা উক্ত নিয়ম ভঙ্গ করবে, তাদের টুর্নামেন্ট থেকে বহিস্কার করে দেয়া হবে”

লুইস তার কাছের এক ফ্রেন্ডের খারাপ সংবাদে অনুমতি না নিয়েই বায়োবাবল থেকে বেড়িয়ে গিয়েছিল বলে জানিয়েছেন টুর্নামেন্টের অপারেশন ডিরেক্টর মাইকেল হল।

“একজন ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্কে কিছু দুঃখজনক খবর পাওয়ার পর সে দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিতভাবে বায়োবাবল থেকে কারোর অনুমতি না নিয়েই বেড়িয়ে যায়। টুর্নামেন্ট কমিটি যদিও খেলোয়াড়দের ওপর আরোপ করা আইনের প্রতি সহানুভূতিশীল, কিন্তু তাই বলে এরকম কঠিন এক সময়ে বায়োবাবল ভেঙ্গে বেড় হয়ে যাওয়ার ঘটনায় বোর্ড আপস করবে না”- বলছিলেন মাইকেল হল

অনুর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলার সময়ে

সিপিএল প্রথম শুরু হয়েছিল ২০১৩ সালে। ক্যারিবিয়ানরা বরাবরই রসিকতা প্রিয় জাতী; টুর্নামেন্টটিকে জনপ্রিয় করে তোলার পেছনে এটাও দারুণ ভুমিকা পালন করেছে। তাছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ক্যারিবীয়ানরা চিরদিনই সেরা, তাই ঘরের মাঠের টুর্নামেন্টটাও জমে ওঠে দারুণভাবে। শাহরুখ খানের মত তারকাদের আছে দল, এটা বাড়তি জনপ্রিয়তা যোগ করেছে টুর্নামেন্টটিতে।

২৬ আগস্ট থেকে শুরু হওয়া এবারের সিপিএলের আসর চলবে ১৫ সেপ্টেম্বর অব্দি; এই সময়ের মধ্যে প্রতিটা দলকেই থাকতে হবে সুরক্ষা বলয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img