ডেনমার্কের ইউয়েফা ইউরো২০২০ এর প্রথম ম্যাচেই হার্ট অ্যাটাক করে মাঠে লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। এরপর হাসপাতালে নেওয়া হলে প্রানে বেঁচে যান ডেনিস মিডফিল্ডার। এবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক মাস পর কোপেনহেগেনের রাস্তায় পরিবার সহ দেখা গেছে ক্রিশ্চিয়ান এরিকসেনকে।
Christian Eriksen pictured on stroll with family a month after leaving hospitalhttps://t.co/zaMpV65Cpb pic.twitter.com/woIwk8SmHs
— Mirror Football (@MirrorFootball) July 25, 2021
ইন্টারমিলানের প্লে মেকারের কার্ডিয়াক অ্যারেস্ট পুরো বিশ্বকেই ভয় পাইয়ে দিয়েছিল, সেই থেকে লাখো ভক্তের প্রার্থনায় এরিকসেন সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর ডেনমার্কে নিজের পরিবারের সাথেই আছেন এরিকসেন। ছবিতে সাদা টি-শার্ট এবং সানগ্লাস পরা এরিকসেনকে তার স্ত্রী এবং সন্তান নিয়ে ফুটপাতে হাঁটতে দেখা গেছে।
Christian Eriksen will NOT be allowed to play for Inter Milan unless he has his heart-starting device removed, says the chief Italian medic.
As of right now, the star midfielder is not eligible to play in Italy's top flight ahead of the new season. pic.twitter.com/MPEe54Z3qu
— PF | Transfer News (@PurelyFootball) July 23, 2021
আপাতদৃষ্টিতে সুস্থ এরিকসেনের ফুটবলে ফেরার কোনো খবর অবশ্য পাওয়া যায়নি। সিরি আ কতৃপক্ষ জানিয়েছে এরিকসেনের শরীর থেকে হার্ট ডিফিব্রিলেটর না সড়ানো পর্যন্ত তাকে ইতালিয়ান লিগে মাঠে নামতে দেওয়া হবেনা। সুস্থ এরিকসেনকে দেখে খুশি হওয়া সমর্থকেরা হয়ত এখনো অপেক্ষায় আছেন তাকে আবার ফুটবল মাঠে দেখার।