ভালো খেললেই তালি, খারাপ করলেই গালি…
সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জেতার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। আবার বিপরীত চিত্রও দেখা যায়। যখন এই দলটাই খারাপ করে তখনই শুনতে হয় কঠোর সমালোচনা, মাঝে মাঝে কুরুচিকর মন্তব্যও। যা যেকোনো খেলোয়াড়ের মনেই বিরুপ প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশের ক্রিকেটারদের পারতপক্ষে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকারই পরামর্শ দিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
“যে যত সোশ্যাল মিডিয়ায় থাকবে, সে তত প্রেসার নিবে। খারাপ খেললে মানুষ সমালোচনা করবে, ভালো খেললে ভালো বলবে এটাই স্বাভাবিক। সুতরাং, দিন শেষে একজন খেলোয়াড় কীভাবে বিষয়গুলো নিচ্ছে এটাই গুরুত্বপূর্ণ”-বলছিলেন মাশরাফী
তাই বড় ভাই হিসেবে দলের বর্তমান ক্রিকেটারদের প্রতি মাশরাফীর পরামর্শ পরিপক্কতার সাথেই সবকিছু নিয়ন্ত্রণ করা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার কাছে মনে হয় প্লেয়াররা ওয়েল ম্যাচিউর। সাউথ আফ্রিকায় সিরিজটা জেতা এতোটা সহজ ছিল না, তারা কাজটা করতে পেরেছে। সামনের সিরিজও এতো সহজ হবে না যেটা তাদেরকে করতে হবে। এক্সপেকটেশন থাকবেই। সুতরাং নিজেকে ওইভাবেই গড়ে তুলতে হবে যে, আমার চলাফেরা-কথাবার্তা বা যেকোনো কিছুতেই যেন আমি এক্সপেকটেশনের বাইরে না চলে যাই।”
“সোশ্যাল মিডিয়া সবসময়ই ভয়ঙ্কর। বিশেষ করে প্লেয়ারদের জন্য তো অবশ্যই। কারণ সোশ্যাল মিডিয়া ভালো করলেও একধরনের কথা শুনবে, আবার খারাপ করলেও একধরনের সমালোচনা শুনবে। আবার মাঝারি মানের পারফর্ম করলেও অন্যরকম কথা শুনবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা খারাপ তা বলব না, তবে কাকে কীভাবে ইফেক্ট করে সেটা বুঝতে হবে”-তিনি আরো বলেন