২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সৌম্যের সেঞ্চুরির পর মোসাদ্দেকের অর্ধশতক

- Advertisement -

চট্টগ্রামে চলছে বিসিবি উত্তরাঞ্চল এবং ওয়ালটন মধ্যাঞ্চলের মধ্যকার ম্যাচ। তৃতীয় দিনেও ব্যাটিং করছে মধ্যাঞ্চল। মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমানের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য সরকারও। অপরাজিত আছেন ১০৪* রানে। সেইসাথে রানের দেখা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ৫৭ বলে পূরণ করেছেন নিজের অর্ধশতক। চতুর্থ উইকেটে দুজনের জুটি ৯৭* রানের।

সেঞ্চুরির পর সৌম্যের উদযাপন

জাতীয় ক্রিকেট লিগে শেষ তিন ইনিংসের দুটিতেই করেছেন অর্ধশতক, শুধু কাঙ্ক্ষিত শতকেরই দেখা পাচ্ছিলেন না সৌম্য সরকার। অবশেষে চট্টগ্রামে নোমান চৌধুরিকে ফাইন লেগ অঞ্চল দিয়ে চার মেরে তুলে নিয়েছেন শতক। সৌম্যের শতরানের ইনিংসটিতে ১০ চারের সাথে ছিল ১ ছয়।

আগের দিন মোহাম্মদ মিঠুন এবং মিজানুর রহমান খেলেছেন দুর্দান্ত দুই ইনিংস। তারই ধারাবাহিকতায় সৌম্যও! বাংলাদেশ দলে যখন টপঅর্ডার ব্যাটসম্যানরা ধুঁকছে, সেখানে মধ্যাঞ্চলের ব্যাটসম্যানদের তিন অঙ্কের এই রানগুলো নিশ্চিতভাবেই ভাবাবে নির্বাচকদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img