২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

স্মিথ নয়, অধিনায়ক হিসেবে চ্যাপেলের পছন্দ কামিন্স

- Advertisement -

বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ হয়েছিলেন, হারিয়েছিলেন নেতৃত্বও, তবে সময়ের সাথে আবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ভরসা বাড়ছে স্টিভেন স্মিথের ওপর। শোনা যাচ্ছে, আবার পেতে পারেন নেতৃত্ব। তবে ইয়ান চ্যাপেল বলছেন, স্মিথ নয়, নেতৃত্ব দেওয়া উচিত কামিন্সের কাঁধে।

পেইন আসছে অ্যাশেজের পর হয়তো দায়িত্বে থাকছেন না। তাই নতুন করে অধিনায়ক কে হবেন সেটাই এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার আলোচনার বিষয়। অনেকেই ভাবছেন স্মিথের কথা, তবে ইয়ান চ্যাপেল মনে করেন স্মিথকে অধিনায়কত্ব দেওয়া মানে পেছনের পানে হাঁটা।

ছবি: ক্রিকইনফো
ইয়ান চ্যাপেল । ছবি: ক্রিকইনফো

‘আমার যেটা মনে হয়, এখন সময় সামনে এগিয়ে যাওয়া। স্মিথকে অধিনায়কত্ব দেওয়া মানে পেছনে ফিরে যাওয়া। এখন আয়নায় তাকানোর সময় নেই। তার (স্মিথের) উচিত ছিল তার সার্বিক ক্ষমতা এবং দায়িত্ব থেকে তাদের থামিয়ে দেয়া। প্রমাণ যদি হয় বোলাররা সব জানত, তারপরেও কামিন্সকে দোষী করা ঠিক হবে না। স্মিথের উচিত ছিল, শুরুতেই ব্যাপারটিকে শেষ করে দেওয়া।‘

বল টেম্পারিং ইস্যুতে মূল দায় ছিল স্মিথের, এমনটাই মনে করেন চ্যাপেল। তাই বর্তমান সহ-অধিনায়ক কামিন্সের পথে অতীত বাধা হওয়া উচিত নয় বলেই মনে করেন ৭৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img