সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। ব্যাট হাতে ১৫ বলে ২৮ করার পাশাপাশি বল হাতে ৩২ রান খরচায় সাকিব আল হাসান নিয়েছেন ১ উইকেট। দলকে ফাইনালে তুলতে ভূমিকা রাখলেও, সাকিব খেলতে পারছেন না ফাইনাল।
ফাইনাল নিশ্চিতের পরই ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন সাকিব, ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। গণমাধ্যমের খবর, সাকিবের শশুর মমতাজ উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, তাই পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবকে ছাড়পত্র দিতেও আপত্তি করেনি তার দল জেমকন খুলনা। তার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল।