৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

হতাশ বুমরাহ, ঘরে বসেই সমর্থন দেবেন দলকে

- Advertisement -

পিঠের চোটে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জাসপ্রীত বুমরাহ। অপেক্ষা ছিল অফিশিয়াল সিদ্ধান্তের, সেটাও রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে। বিশ্বকাপের মতো আসরে খেলতে না পারায় নিজের হতাশা লুকাতে পারেননি ভারতীয় এই পেসার।

নিজের টুইটার একাউন্টে হতাশা প্রকাশ করতে গিয়ে বুমরাহ লিখেন, “বিশ্বকাপে আমি খেলতে পারবো না এটা সত্যি হতাশার। তবে যে পরিমাণ শুভেচ্ছা এবং সমর্থন পেয়েছি সেটার জন্য আমি কৃতজ্ঞ।”

ইনজুরিতে না পড়লে বুমরাহই যে বল হাতে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিতেন তা বলার অপেক্ষা রাখে না। ইনজুরিতে পড়ায় সেটা আর হচ্ছে না। তবে দলের সাথে না থাকলেও সমর্থন দিয়ে যাবেন সতীর্থদের।

 “দলের সাথে না থাকলেও আমি তাদের সমর্থন দিয়ে যাবো“ লিখেছেন বুমরাহ

বুমরাহর ইনজুরিতে ভারতের বিশ্বকাপ দলে কে যোগ দেবেন তা এখনো জানায়নি বিসিসিআই থেকে। তবে ধারণা করা হচ্ছে মোহাম্মদ শামি কিংবা মোহাম্মদ সিরাজই হতে পারেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img