২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

হাঁটুর স্ক্যান করাতে হাসপাতালে রবীন্দ্র জাদেজা

- Advertisement -

হেডিংলিতে সিরিজের তৃতীয় ম্যাচে ইনিংস এবং ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে  ভিরাট কোহলি-চেতেশ্বর পুজারার ব্যাটে ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু, চতুর্থ দিন সকালের সেশনে ৮ উইকেট হারিয়ে ভারতের সে স্বপ্ন ভঙ্গ হয়েছে ওলি রবিনসনের দুর্দান্ত বোলিংয়ে।  তৃতীয় টেস্টে বড়সড় হারের মুখ দেখার পাশাপাশি ভারতীয় শিবিরে এসেছে বড়সড় এক ধাক্কা। আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে দলের সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে।

ইন্সটাগ্রামে পোস্ট করেছেন জাদেজা

শনিবার লিডসের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তৃতীয় টেস্ট চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং প্রচেষ্টার পর দ্বিতীয় দিনে জাদেজা চোট পান। ডান পায়ে চেপে ধরে কিছুক্ষণের জন্য মাঠের বাইরেও ছিলেন তিনি। ফলে চতুর্থ দিন ম্যাচ শেষ হওয়ার পরেই চোটের বর্তমান অবস্থা জানার জন্য হাসপাতালে তাঁকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।

এদিকে হাসপাতালে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে তিনি বলেন, ‘এটা থাকার জন্য মোটেও ভাল জায়গা নয়।’

ব্যাট হাতে তৃতীয় টেস্টের ২য় ইনিংসে করেছেন ৩০ রান

গুরুতর সমস্যা না হলে পাঁচ ম্যাচ সিরিজের  চতুর্থ টেস্টেও দলের সাথেই থাকবেন জাদেজা। আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচে রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে জায়গা হতে পারে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। এর আগে বছরের শুরুতে জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের সময়ও আঙুলে চোট পেয়েছিলেন জাদেজা।

তিন টেস্টে পাঁচ ইনিংসে ব্যাট হাতে ৩৭.৮৭ গড়ে একটি অর্ধশতসহ ১৩৩ রান করেছেন  এবং বল হাতে নেন তিন উইকেট। সিরিজ জয়ের লক্ষ্যে চতুর্থ টেস্টে ২ সেপ্টেম্বর ওভালে মাঠে নামবে দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img