ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লুটন টাউনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। শনিবার রাত ৮টায় ইতিহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
চলমান মৌসুমে ট্রেবল জেতার সম্ভাবনা রয়েছে পেপ গার্দিওলার দলের। ইপিএল, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ, এই তিন টুর্নামেন্টেই ভালভাবে টিকে আছে আর্লিং হালান্ড-ফিল ফোডেনরা। ইপিএলে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে সিটিজেনরা।
১ ও ২ নম্বরে থাকা আর্সেনাল ও লিভারপুলের সাথে গার্দিওলার দলের পয়েন্টের ব্যবধান মাত্র ১। নিজেদের ঘরের মাঠে লুটন টাউনকে হারাতে পারলেই শীর্ষে উঠবে বের্নার্দো সিলভারা। তখন সিটিজেনদের পয়েন্ট হবে ৩২ ম্যাচ শেষে ৭৩। কোনোভাবে যদি আবার বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট হারায় তাহলে শিরোপা রেসে বেশ পিছিয়ে পড়বে তারা।
অবনমন অঞ্চলে থাকা লুটনের বিপক্ষে হালান্ডদের পয়েন্ট হারানোর শঙ্কা কম। তার উপর নিজেদের ঘরের মাঠে, চেনা দর্শকদের সামনে ম্যাচটি খেলবে গার্দিওলার দল। তাছাড়া সাম্প্রতিক সময়ে সিটিজেনদের পারফর্ম্যান্সও দুর্দান্ত। এইতো কয়েকদিন আগেই সান্তিয়াগো বার্নাব্যু থেকে ৩-৩ গোলে ড্র করে ফিরেছে তারা।
লুটনের বিপক্ষে সিটিজেনদের অতীত পারফর্ম্যান্স দুর্দান্ত। ঘরের মাঠে সবশেষ চার ম্যাচে দলটির জালে ১২ গোল দিয়েছে ফোডেনরা। বিপরীতে হজম করেছে মাত্র ১টি গোল। ঘরের মাঠে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ ধরে অপরাজিত গার্দিওলার দল, ৩৪ জয়ের বিপরীতে ড্র করেছে ৬টিতে।
ইপিএলের আরেক ম্যাচে বোর্নামাউথের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে ৮:৩০ মিনিটে। বিকেল ৫:৩০ মিনিটে নিউক্যাসল ইউনাইডের মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার।