১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

হৃদয়, জয়ে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল

- Advertisement -

বল হাতে শুরুতেই ঝলক দেখিয়েছিলেন সুমন খান, মুকিদুল ইসলামের প্রথম আঘাতের পর সুমন খানের পেইসে নাকাল হয়েছে আয়ারল্যান্ড উলভস। দুইশর কমে অল আউট সফররতরা।

স্পিন-পেইস বাংলাদেশ ইমার্জিং দলের দুই ইউনিটের কার্যকারিতাই ছিল প্রায় সমান।  ব্যাট হাতে শুরু বিপদে পড়লেও মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয়ের দুর্দন্ত ব্যক্তিগত ইনিংস, উঠতি টাইগারদের জয় ৮ উইকেটে, নিশ্চিত সিরিজ জয়ও।

সুমন খান নিয়েছেন ৪ উইকেট, মুকিদুল ইসলামের শিকার ২। দলের প্রয়োজনেই বেক-থ্রু এনে দিতে বল হাতে তুলে নিয়েছিলেন অধিনায়ক সাইফ হাসান, সফলও হয়েছেন; পেয়েছেন ২ উইকেট। সাইফের সমান ২ উইকেট স্পিনার রকিবুল হাসানের। আয়ারল্যান্ড উলভসের হয়ে সর্বোচ্চ ৪০ রান এসেছে মার্ক অ্যাডায়ারের ব্যাট থেকে।

দুইশর কম লক্ষ্য, ব্যাট হাতে বাংলাদেশ শুরুতেই হারিয়েছে ২ উইকেট। তবে আইরিশদের উচ্চ্বাস আর দ্বীর্ঘায়িত হয়নি। দেখেশুনেই শুরু করেছিলেন জয় আর হৃদয়। পরবর্তীতে রানের গতি বাড়িয়েছেন। দুজনই কাছে ছিলেন শতকের, ম্যাচে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। পাঁচ ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ ইমার্জিং দল।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড উলভস:  ১৮২ (৪৬.২ ওভার) (অ্যাডায়ার ৪০, প্রিটোরিয়াস ৩৫, হিউম ২৯*, সুমন খান ৮.২-২-৩১-৪, মুকিদুল ইসলাম ৯-১-২৯-২, সাইফ হসান ৫-০-২৫-২, রকিবুল হাসান ১০-০-৩৬-২)।

বাংলাদেশ ইমার্জিং দল:  ১৮৬/২ (৪১.৩ ওভার) (মাহমুদুল হাসান ৮০*, তৌহিদ হৃদয় ৮৮*, চেইস ৮-০-২৯-২)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img