হেডিংলিতে তৃতীয় টেস্ট চলাকালীন দর্শকদের উগ্রতার শিকার হয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। দর্শকসারি থেকে তাঁকে লক্ষ্য করে বল ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছেন উইকেটকিপার রিশভ পান্থ।
হেডিংলিতে টেস্টের প্রথম দিনটা এমনিতেই দুঃস্বপ্নের মতো কেঁটেছে ভারতীয় দলের। দেড় সেশনেই অলআউট হয়েছে ভিরাট কোহলির দল; ক্রিজে টিকে থাকতে পেরেছে মাত্র ৪০.৪ ওভার। অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে তুলতে পেরেছে মোটে ৭৮টি রান; সর্বোচ্চ রান করা রোহিত শর্মার সংগ্রহ ১৯। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুধু ১২০ রানই তুলেনি স্কোরবোর্ডে, ভারতীয় বোলারদের দেয়নি একটা উইকেট নেয়ার সুযোগটাও। এমন একটা দিন, তার উপর এই ঘটনা।
যদিও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি, তবে জানা গেছে এই ঘটনায় বেশ ক্ষুব্ধ ভারতীয় অধিনায়ক। দিনশেষে সংবাদ সম্মেলনে রিশভ পান্থ জানিয়েছেন এমনটাই।
“সম্ভবত দর্শকদের কেউ সিরাজকে লক্ষ্য করে মাঠে বল ছুঁড়েছিল। এজন্য উনি (কোহলি) রেগে গিয়েছিলেন। আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু ফিল্ডারদের উপর জিনিস ফেলবেন না। এটা ক্রিকেটের জন্য ভালো নয়, আমার ধারণা” -বলছিলেন পান্থ
সিরাজ এর আগেও বিদেশ সফরে গিয়ে দর্শকদের থেকে বিরূপ আচরণের শিকার হয়েছেন। এবছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে দর্শকসারি থেকে তাঁকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য ছোঁড়া হয়েছিল। আম্পায়ারকে জানানো হলে অভিযুক্তদের মাঠ থেকে বের করে দেওয়া হয়।
তবে ইংলিশ সমর্থকদের ভারতীয়দের প্রতি এমন উগ্র আচরণ এই প্রথম নয়। গত টেস্টেই লর্ডসে লোকেশ রাহুল নাকি তাঁর দিকে শ্যাম্পেইনের কর্ক উড়ে আসতে দেখেছেন। ভাগ্যক্রমে সেটা তাঁর গায়ে লাগার আগেই মাটিতে পড়ে যায়। ভারত সেই ব্যাপারেও কোন আনুষ্ঠানিক অভিযোগ করেনি। লর্ডসে দর্শকরা পানীয় নিয়ে প্রবেশ করতে পারে। একারণে প্রায়ই এমন ঘটনা ঘটার অভিযোগ ওঠে দর্শকদের বিরুদ্ধে।