উইন্ডিজ সিরিজের পূর্বপ্রস্তুতি ভালোভাবেই সারলো টাইগাররা। বিকেএসপিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে আট উইকেটে হারিয়েছে তামিম একাদশ। যে জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল, খেলেছেন ৮০ বলে ৮০ রানের ইনিংস।
শনিবার কুয়াশাচ্ছন্ন দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নামে মেহেদী মিরাজের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশ। নাইম, সাকিবের ফিফটি ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৩০ উর্দ্ধ রানে ভর করে নির্ধারিত ৪৫ ওভার শেষে ২২৩ রান করে মাহমুদউল্লাহ একাদশ। সাইফউদ্দিন এবং মাহাদী হাসান নিয়েছেন দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল ও লিটনের দুর্দান্ত শুরুর পর নাজমুল শান্তর ফিফটি, ৮৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে তামিম একাদশ। মাহমুদউল্লাহ একাদশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর:
মাহমুদউল্লাহ একাদশ: ২২৩/৭ (৪৩ ওভার)( সাকিব ৫২, নাইম শেখ ৫০, মাহাদী হাসান ৯-০-৩১-০-২, সাইফউদ্দিন ৯-১-৬২-২)
তামিম একাদশ: ২২৪/২ (৩৫.২ ওভার)(তামিম ৮০, নাজমুল শান্ত ৬১, ৫-০-৩১-১, ৪-০-৪৫-১)