১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

হোবার্ট হারিকেন্সের হয়ে বিগব্যাশে খেলবেন রিশাদ

- Advertisement -

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগব্যাশে দল পেয়েছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগব্যাশ মাতাবেন তিনি।

রিশাদ ছাড়াও ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের আরও ৯ ক্রিকেটার। মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, জাকের আলী অনিক, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারী ছিলেন ড্রাফটে।

এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও ডাক পেয়েছিলেন রিশাদ। তবে সেই টুর্নামেন্টে খেলা হয়নি তার।

এখন পর্যন্ত বিগব্যাশে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও ২০১৫ সালের পর থেকে এ লিগে খেলেননি। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেন সাকিব। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে আরও ৪টি ম্যাচ খেলেছিলেন।

বিগ ব্যাশ ছেলেদের টুর্নামেন্ট শুরু হবে ১৫ ডিসেম্বর, শেষ হবে ২৭ জানুয়ারি। মেয়েদের টুর্নামেন্ট শুরু আরও আগে—২৭ অক্টোবর, শেষ হবে ১৫ ডিসেম্বর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img