লা লিগায় টানা নয় ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানোতে এইবারকে হারিয়েছে ২-০ ব্যবধানে। ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে তুরিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হার ঠেকিয়েছে জুভেন্টাস।
শুরু থেকেই প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে একের পর এক শট নিতে থাকে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। কিন্তু ২১ শটের মধ্যে মাত্র ৮টা প্রতিপক্ষের পোস্ট বরাবর। পাঁচ মিনিটে মার্সেলোর ক্রসে করিম বেনজামার হেডার লক্ষ্যভেদ করলেও বেজে ওঠে রেফারির বাঁশি, কারণ অফসাইড। বেনজামার সাথে তাল মিলিয়ে শট মিস করতে থাকেন মার্কো আসেনসিও, একটা শট বারে লেগে ফেরে, আরেকটা নিশ্চিত গোল অফসাইড!
তবে এই স্প্যানিশ উইঙ্গারই রিয়ালকে ৪১ মিনিটে লিড এনে দেন, অ্যাসিস্ট করেন ক্যাসেমিরো। দ্বিতীয় গোলটা করিম বেনজামার, ৭৩ মিনিটে। লস ব্ল্যাংকোদের হয়ে শেষ সাত ম্যাচে নয় গোলের রেকর্ড ফরাসি তারকার। রিয়ালের পরবর্তী ম্যাচটা বুধবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ, লিভারপুলের বিপক্ষে। লা লিগায় শনিবার ‘এল ক্লাসিকো’।
২৯ ম্যাচে রিয়ালের ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ । এক ম্যাচ কম খেলা শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৬, সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬২।
ইতালিয়ান সিরি-আ’তে চলতি মৌসুমের দ্বিতীয় এবং শেষ ‘তুরিনো ডার্বি’। সফরকারী জুভেন্টাস সব দিক থেকে এগিয়ে, ম্যাচের ১৩ মিনিটে আলভারো মোরাতার সাথে ওয়ান-টু-ওয়ান পাস খেলে বাম পায়ের বাঁকা শটে গোল করেন ফেডেরিকো চিয়েসা। তুরিনো চালায় কাউন্টার অ্যাটাক, ২৭ মিনিটে রোলান্দো মান্দাগোরার লম্বা শট মাথা ছুঁয়ে জালে জড়ান প্যারাগুইয়ান ফরোয়ার্ড আন্তোনিও সানাব্রিয়া। পরের গোলটাও তাঁর, দ্বিতীয়ার্ধের শুরুতেই। তুরিনো ডার্বির ইতিহাসে, বিগত বিশ বছরে সানাব্রিয়াই একমাত্র খেলোয়াড়, যিনি তুরিনোর হয়ে জোড়া গোল পেলেন।
২-১ ব্যবধানে এগিয়ে থাকা তুরিনোর জয়ে ভাগ বসায় জুভেন্টাস। ৭৯ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতায় ফিরে তারা। লিগে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোলসংখ্যা ২৪। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে পাঁচে নাপোলি। অন্য ম্যাচে, উদিনেসেকে ৩-২ গোলে হারিয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আতালান্তা।