১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

‘হোয়াইটওয়াশ’ করা থেকে বঞ্চিত হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

- Advertisement -

সিরিজ জয় হয়ে গেছে আগেই, তবে আফগানদের ‘হোয়াইটওয়াশ’টা করা আর হলো না জুনিয়র টাইগারদের। চতুর্থ যুব ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৯ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে গেছে। শেষদিকে ম্যাচটা যখন জমে উঠেছিল তখন বাংলাদেশের শেষ উইকেটের পতনটা হয়েছে অনাহুত এক “মানকাড” আউটে।

বাংলাদেশের শেষ উইকেট পতন হয় ‘মানকাড’ আউটে

সিলেটে শুক্রবার (আজ) সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান ভারপ্রাপ্ত অধিনায়ক নাঙ্গেয়ালিয়া খারোতে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয় আফগানদের, ওপেনিং জুটিতে আসে ৩৪ রান। তবে এরপর দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার বিলাল সায়েদি ও ওয়ান ডাউন ব্যাটসম্যান আল্লাহ নূর। আরেক ওপেনার সুলিমান আরবজাইকে নিয়ে বিপর্যয় সামাল দিতে থাকেন মিডল অর্ডার ব্যাটসম্যান বিলাল সায়েদি।

৬০ রান করেছেন বিলাল আহমেদ

দলীয় ৮৫ রানে সুলিমান ফিরে গেলেও টিকে থাকেন বিলাল। মোহাম্মদ নাজিবুল্লাহর সাথে গড়েন ৫৩ রানের জুটি। ৮৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিলাল। এরপর বাংলাদেশের বোলাররা দাঁড়াতে দেননি কাউকেই। ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২১০ রানে শেষ হয় আফগান যুবাদের ইনিংস।

বাংলাদেশ যুবাদের পক্ষে পেসার মহিউদ্দিন তারেক দুটি এবং মুশফিক হাসান, এসএম মেহরব, আইচ মোল্লা, নাইমুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট শিকার করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশের যুবারা। দুই ওপেনার মফিজুল ইসলাম রবিন ও ইফতিখার হোসেন ইফতি মাত্র ৮.১ ওভারেই তুলে ফেলেন ৫০ রান। দুজনেই উইকেটের চারপাশে খেলছিলেন দারুণ সব শট। দলীয় ৫২ রানে আফগান পেসার ফয়সাল খান তুলে নেন ইফতির উইকেট; ১৮ রান করে আউট হন তিনি। তার পরের ওভারেই ইজাহারুল্লাহর শিকার হন রবিন (২৬)। তারপর যেন ঘূর্ণিঝড় বয়ে যায় টাইগার যুবাদের ব্যাটিং অর্ডারে। ১১ ওভার শেষে ৫৬/২ থেকে ২১ ওভার শেষে ১০৭/৬ হয়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আইচ মোল্লাহ আজ শুন্য রানে আউট হয়েছেন।

শুরুটা দারুণ করেছিলেন টাইগার ওপেনার মফিজুল-ইফতি

উইকেটকিপার তাহজিবুল ইসলামকে নিয়ে এরপর হাল ধরার চেষ্টা করেন আগের ম্যাচে ২০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলা আবদুল্লাহ আল মামুন। তবে আজকে ২৫ বলে মাত্র ২১ করেই ফিরে যান তিনি দলকে বিপদে রেখে। তাহজিবুল এরপরও শেষের দিকের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। একপাশে উইকেট পড়ছিল আরেকপাশে তিনি চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছিলেন। তাঁর ফিফটিতেই ম্যাচটা শেষদিকে জমে ওঠে; যুবা টাইগাররা আশা করছিল এক অসাধারণ জয়ের।

ফিফটি করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন তাহজিবুল

তবে বিপত্তি ঘটে তাহজিবুল ফিফটি স্পর্শ করার পরের বলেই। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ বলে ২০ রান, তবে হাতে ছিল আর মাত্র একটি উইকেট। ৪৫তম ওভারের ৩য় বলে আফগান অধিনায়ক খারোতে বল করতে পপিং ক্রিজে আসামাত্রই খেয়াল করেন ননস্ট্রাইকে দাগ ছেড়ে অনেকটাই বাইরে রয়েছেন মুশফিক হাসান। সাথে সাথেই উইকেট ভেঙ্গে দিয়ে খারোতে দলের সাথে মেতে উঠেন জয়োল্লাসে।

আফগানদের এই জয়ে সিরিজের ফলাফল দাঁড়ালো ৩-১। সিরিজের ৫ম ও শেষ যুব ওয়ানডেটি ১৯ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

সংক্ষিপ্ত স্কোর

 

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ২১০/৮ (৫০ ওভার) (বিলাল ৬০, সুলিমান ৪৩, খারোতে ২৭*; তারেক ২/৫৯, মুশফিক ১/৩২, আইচ ১/২২, নাইমুর ১/৩২, মামুন ১/১৫, মেহেরব ১/১৮, )

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৯১ অলআউট (৪৪.৩ বল) (তাহজিবুল ৫০, মফিজুল ২৬, খালিদ ২৩; ইয়ামা ১/৪৪, ফয়সাল আহমদজাই ১/২৯, খারোতে ২/৩১, ইজহারুল ২/৩৫, নজিবুল্লাহ ১/২১ )

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img