৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড

- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ১-০ গোলে হারাল বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৫০তম মিনিটে ম্যাটস হুমেলসের দেয়া একমাত্র গোলে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে ডর্টমুন্ড। ফলে ২০১২/১৩ মৌসুমের পর আবারও ফাইনালে জার্মান ক্লাবটি।

হাইভোল্টেজ এই ম্যাচে ঘরের মাঠে প্রথমার্ধে পিএসজিই খানিকটা এগিয়ে ছিল। একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ওসমান ডেম্বেলে। ম্যাচের ২৫ মিনিটে বক্সের সামনে বল পেয়েও গোল করতে সফল হননি কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষ দলের দারুণ ট্যাকেলে সুযোগ নষ্ট হয়। কিছুক্ষণ পর ডর্টমুন্ডের করিম আদিয়েমির বলে পিএসজির গোলকিপার ঠেকিয়ে দিলে ০-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

পিএসজিকে ফাইনালে ওঠাতে ব্যর্থ মৌসুম শেষে দল ছাড়তে যাওয়া এমবাপ্পে

দ্বিতীয়ার্ধ শুরুর খানিক পরেই হেড থেকে হুমেলসের করা একমাত্র গোলে ১-০ গোলে এগিয়ে যায় জার্মান দলটি। গোল হজমের পর একাধিক পরিবর্তন এনেও ভাগ্য বদলায়নি ফরাসি জায়ান্টদের। উল্টো দ্বিতীয়ার্ধে দুইবার গোলপোস্টে বল লেগে ফিরে এসেছে। ৮৪তম মিনিটে এমবাপ্পের এবং ৮৭তম মিনিটে ভিতিনহার দূরপাল্লার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ফলে ১-০ গোলে জিতেই ফাইনালের টিকিট পেয়ে যায় ডর্টমুন্ড।

আগামী ১ জুন ওয়েম্বলিতে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনাল খেলবে বরুশিয়া ডর্টমুন্ড। এর আগে ২০১৩ সালের ফাইনালে বায়ার্নের কাছে ২-১ গোলে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিল এবারের ফাইনালিস্টরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img