দশ দল নিয়ে ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে সুপার লিগ শেষে স্বাগতিক ভারত এবং শীর্ষে থাকা সাতটি দল সরাসরি খেলবে সেই বিশ্বকাপে; বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। কিন্তু, ২০২৭ বিশ্বকাপেই আগের নিয়মে ফিরে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া; খেলতে হবে না সুপার লিগ। সেইসাথে বাড়ছে দলের সংখ্যাও। একটা নির্দিষ্ট সময় অব্দি র্যাঙ্কিংয়ে যারা শীর্ষ দশে থাকবে, তারা সরাসরি খেলবে বিশ্বকাপ। বাকি দলগুলো আসবে বাছাইপর্ব পেরিয়ে।
“প্রধান নির্বাহীদের কমিটির পরামর্শ গুরুত্বের সাথে নিয়েছে বোর্ড। নির্দিষ্ট একটা সময় অব্দি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দলগুলো সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দলগুলো বাছাইপর্ব থেকে ঠিক করা হবে”- এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি
The top ten teams on a scheduled cut-off date will qualify directly, and four more teams will be added to the main draw after a qualifier
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 17, 2021
২০১৯ বিশ্বকাপেও ছিল না সুপার লিগ। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আটটি দল খেলেছিল সরাসরি, বাকি দুইটি দল এসেছিল বাছাইপর্বের বাধা পেরিয়ে। তখন অবশ্য সহযোগি দেশগুলো প্রশ্ন তুলেছিল। তাই, সব কথা মাথায় রেখেই ২০২৭ বিশ্বকাপ থেকে বাড়ানো হচ্ছে দলের সংখ্যা; খেলবে ১৪টি করে দল। ওয়ানডে সুপার লিগ বাদ দিলেও একই নিয়মে চলবে টেস্ট চ্যাম্পিয়নশীপ।