৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

১৫৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

- Advertisement -

তৃতীয় দিন শেষে ৩৯ রানে টাইগারদের ৪ উইকেটের পতন, ৪৪ রানে এগিয়ে থেকে ইনিংস শুরু করার কারণে লিড ৮৩ রানের। তখনও দুইদিন বাকি, ছয় সেশন এবং এরপর পাকিস্তানের এক ইনিংস। চট্টগ্রাম টেস্ট যে ফলাফল পেতে যাচ্ছে সেটা অনুমান করাই যায়। খেলা যেই মোড়ে দাড়িয়ে, সেখান থেকে জয় পেতে পারে যেকোনো দলই। প্রয়োজন চতুর্থ দিনে একটা দুর্দান্ত শুরু।

মাঠ ছাড়ছেন ইয়াসির

সেই সূচনাটাই এনে দিতে পারলেন না মুশফিকুর রহিম; তৃতীয় দিনে ১২ রানে অপরাজিত থাকা মুশফিক প্রথম ওভারেই ফিরলেন ৪ রান যোগ করতেই। তবে, মুশফিক ফিরলেও লিটন দাস-ইয়াসির আলী মিলে গড়েছেন প্রতিরোধ, দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ৪৭* রান। শাহীন শাহ আফ্রিদির বলে ইয়াসির মাথায় আঘাত পেয়ে মাঠ না ছাড়লে আরও বড় হতে পারত দুজনের জুটি। রাব্বি বিশ্রামে যাওয়ার পূর্বে করেছেন ৩৬* রান।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে প্যাভিলিয়নে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫; মিরাজের সংগ্রহ ১১ রান। লিটন অপরাজিত আছেন ৩২* রানে; বাংলাদেশের লিড ১৫৯ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img