৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ

- Advertisement -

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করল বিসিবি। সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটি গ্যালারির টিকিটের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০০, ক্লাব হাউজ ৫০০, ইস্টার্ন স্ট্যান্ড ৩০০ এবং ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।ম্যাচ এবং ম্যাচ শুরুর আগের দিন কাউন্টার থেকে কেনা যাবে ম্যাচের টিকিট। টিকিট বিক্রির সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু ৩ মে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ৫ ও ৭ তারিখে। মিরপুরে শেষ দুই ম্যাচ হবে ১০ ও ১২ মে। প্রথম চার ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়, শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টা থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img