আগামী ১২ ডিসেম্বর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২২ সংস্করণের প্লেয়ার ড্রাফ্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ফেব্রুয়ারি-মার্চের প্রচলিত স্লটের পরিবর্তে জানুয়ারির শেষের দিকে শুরু হবে।
অপরদিকে জানুয়ারির ২০-২২ তারিখের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথাও বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী।
সেক্ষেত্রে এবার বিদেশী তারকা ক্রিকেটারদের পাওয়ার ক্ষেত্রে হয়তো বিপিএলকে একটু ভুগতে হতে পারে। পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনাও অনেক অনেক কমে যাচ্ছে। ওমিক্রন ভাইরাসজনিত জটিলতা তো আগে থেকেই বিদ্যমান ছিলো। সেটি অবশ্য বাংলাদেশ-পাকিস্তান দুইদেশের ক্ষেত্রেই সমান।
গত আসরের মতো এবারো পিএসএলে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬: লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটরস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ১৭টি করে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের আয়োজন করা হবে লাহোর স্টেডিয়ামে।