আজ (সোমবার) থেকে শুরু হয়েছে বিসিবির হাইপারফর্ম্যান্স দলের ট্রেনিং ক্যাম্পের কার্যক্রম। এই ক্যাম্পের জন্য ডাকা হয়েছে ২৫ জন ক্রিকেটারকে।
এবারের এইচপি দলে ডাকা হয়েছে একেবারেই তরুণ ক্রিকেটারদের। যারা ২৫ জনের স্কোয়াডে আছেন তাদের কারোরই এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি। এবারের এইচপি স্কোয়াডে অধিকাংশ ক্রিকেটারই সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের সদস্য।
এইচপির স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ঢাকা, বগুড়া ও রাজশাহীতে হবে ক্যাম্প। সবাইকে ২০ মে মিরপুরে একাডেমি ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। এরপর তাদের নিয়ে স্ট্রেন্থ, কন্ডিশনিং এবং এডুকেশনাল প্রোগাম করা হবে। এছাড়াও নিউট্রিশন, মিডিয়া সামলানো, খেলার নিয়ম ইত্যাদি নিয়েও হবে কাজ।
এইচপি স্কোয়াড:
মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান, আরিফুল ইসলাম, এসএম মেহরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, অমিত হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদি হাসান, নাঈম হাসান সাকিব, মোহাম্মদ রুয়েল মিয়া, রিপন মন্ডল, মারুফ মৃধা, আশিকুজ্জামান, রোহানতদ্দৌলা বর্ষণ।