৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

৪৮ ঘন্টার মধ্যে কোহলিকে ‘স্বেচ্ছায়’ অধিনায়কত্ব ছাড়তে বলেছিলো বিসিসিআই

- Advertisement -

টি-টোয়েন্টি অধিনায়কত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন বিশ্বকাপের পর, তবে ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে বিসিসিআইয়ের মাথায় ছিলো অন্য চিন্তা। তাইতো বুধবার আপাতঃদৃষ্টিতে অনেকটা ‘হুট করেই’ সাউথ আফ্রিকাগামী ভারত দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হল।

আপাতঃদৃষ্টিতে বলার কারণ হচ্ছে, সাধারণ মানুষের চোখে হুট করে মনে হলেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রমতে, কোহলিকে নাকি শুধু টি-টোয়েন্টি না বরং সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব থেকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিলো বিসিসিআইয়ের কর্তাব্যক্তিদের; যাতে সাদা বলের দুই ফরম্যাটে নেতৃত্বের সংঘাত না সৃষ্টি হয়।

“লাল ও সাদা বলের ক্রিকেটে একদম আলাদা, স্বচ্ছ ও স্বাধীন নেতৃত্ব চায় বিসিসিআই। ক্রিকেটের দীর্ঘতম ও ক্ষুদ্রতম সংস্করণের মাঝে যাতে কোনরকম বিভ্রান্তি দলে সৃষ্টি নাহয়। এরপর এই সিদ্ধান্ত নেওয়ার ভার ছিলো নির্বাচকদের ওপর। তারা রোহিতকে ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে।”– ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।

এমনকি বুধবার এই ঘোষণা দেওয়ার আগে নাকি কোহলিকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিল ‘নিজ থেকে’ ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে। কিন্তু কোহলি বোর্ডের কথামতো কাজ করেননি, তাই বোর্ড নিজেই ব্যবস্থা নিয়েছে।

তবে বিসিসিআইয়ের পরিকল্পনা আদৌ এটিই কিনা সেটি নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ টেস্ট ফরম্যাটে কোহলি অধিনায়ক থাকলেও, সহ-অধিনায়ক পদে অজিঙ্কা রাহানেকে সরিয়ে রোহিতকেই বসানো হয়েছে। অর্থাৎ রোহিতের কারণে লাল বলের ক্রিকেটেও কোহলির একচ্ছত্র স্বাধীন নেতৃত্ব থাকছে না।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img