২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

৯০ বছরের অনাকাঙ্ক্ষিত রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ক্লাইভ মাদান্ডে

- Advertisement -

আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ের একমাত্র টেস্টে যেন নতুন রুপে এসেছেন পিটার মুর। আইরিশদের হয়ে নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটা খেলেছেন নিজের জন্মভূমি জিম্বাবুয়ের বিপক্ষে। মুরের দুর্দান্ত এই দিনে নিজের অভিষেক ম্যাচেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন জিম্ববুয়ের উইকেট কিপার ক্লাইভ মাদান্ডে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৪২ ‘বাই’ রান দিয়ে ৯০ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি।

বেলফাস্টে দ্বিতীয় দিন শেষে ২৮ রানে এগিয়ে স্বাগতিক আয়ারল্যান্ড। প্রথম দিনে এগিয়ে থাকা জিম্বাবুয়েকে দমিয়ে আইরিশদের লিডে যাওয়ার কৃতিত্ব অতিরিক্ত ৫৯ রানের। আর আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে যুক্ত হওয়া অতিরিক্ত রানের ৪২ রানই এসেছে উইকেট কিপার মাদান্ডের সুবাদে। যা টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ‘বাই’ রানের রেকর্ড। ১৪৭ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবেও টেস্টে ৪০ রানের বেশি ‘বাই’ রান দেওয়ার রেকর্ডটিও এখন তারই।

তবে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের দায় সবটাই ২৪ বছর বয়সী এই উইকেট কিপারের নয়। মাদান্ডের ব্যর্থতার সঙ্গে জিম্বাবুয়ের পেসারদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ে অভিষেকেই এই বিব্রতকর রেকর্ডে নাম উঠেছে তার। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভাদের লেগ স্টাম্পে পিচ করা বেশিরভাগ ডেলিভারিই শেষ মুহূর্তের সুইংয়ে মাডান্ডের নাগালের বাইরে চলে যায়। তাই বেশি কিছু করারও ছিল না তরুণ উইকেটরক্ষকের।

এর আগে প্রায় ৯০ বছর ধরে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ফ্রাঙ্ক উলির। ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেনিংটন ওভালে উলির গ্লাভসের আশপাশ দিয়ে যায় ৩৭টি ‘বাই’ রান। এছাড়া স্বীকৃত উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ‘বাই’ রান দেওয়ার রেকর্ডটি ছিল দিনেশ কার্তিকের। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৩৫টি ‘বাই’ রান দেয় ভারত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img